অফলাইন ভিত্তিক সেবাঃ
১। কন্পিউটার কম্পোজক করা হয়।
২। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়।
৩। ক্যামেরা ভাড়া দেওয়া হয়
৪। ম্যাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দেওয়া হয়।
৫। স্ক্যানিং করা হয়।
৬। মোবাইলে গান ও রিংটোন সফটওয়ার ভর্তি করা হয়।
৭। ভিসা আবেদন ফরম ও পূরন ও ভিসা চেক করা হয়।
৮। স্ক্যানিং সেবা প্রদান করা হয়।
৯। বিদ্যুৎ বিল নেওয়া হয়।
১০। কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়।
অনলাইন ভিত্তিক সেবাঃ
১। অনলাইনে জমির পর্চার আবেদন।
২। অনলাইন জিডি করা।
৩। অনলাইনে ডিসি অফিসে সকল নাগরিক সেবার আবেদন।
৪। অনলাইনে কৃষিভিত্তিক সেবা প্রদান। যেমন বর্তমান বাজার
৫। মূল্য ফলনের পচনরোধ উন্নত চাষাবাদ সম্পর্কে ধারনা প্রদান করা হয়।
৬। অনলাইনে জন্ম নিবন্ধন, মৃত নিবন্ধন করা হয়।
৭। অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন।
৮। ই-মেইল একাউন্ট খোলা হয়।
৯। অনলাইনে চাকরীর খবর চাকরীর আবেদন করা হয়।
১০। ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ডুকুমেন্ট দেশ বিদেশে পাঠানো যায়।
১১। স্কাইপের মাধ্যমে ভিডিও কথোপকথন।
১২। সরকারী ফরম ডাউনলোড করা যায়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস